পরিযায়ী পাখিগুলো কোথা থেকে আসে?
পরিযায়ী পাখির নাম | বছরের কোন সময়ে দেখা যায় |
খয়রা, লালঝুটি ভুতিহাঁস, বন বাটান, গাংচিল ইত্যাদি | বর্ষাকালের শেষে, হেমন্তের শুরুতে, শীতকালে |
উত্তরঃ গ্লোবের উপর থেকে নিচে লম্বালম্বি’ভাবে দ্রাগিমা রেখা এবং দু’পাশে আড়াআড়ি’ভাবে অক্ষরেখা টানা হয়েছে। এগুলা পৃথীবির উপর কল্পিত একাধিক রেখা। এই দুই ধরণের কাল্পনিক রেখা পৃথীবির পৃষ্টে কোন স্থানের প্রকৃত অবস্থান নির্ণয় করতে কাজে লাগে।
দেশের নাম | মানচিত্রে অবস্থান (অক্ষাংশ-দ্রাঘিমাংশ) |
কম্বোডিয়া | 12.56570 N, 104.99100E |
উরুগুয়ে | 32.52280 S, 55.76580 W |
ডেনমার্ক | 56.26390 N, 9.50180 E |
মাদাগাস্কার | 18.76690 S, 46.86910 E |
জাপান | 36.20480 N, 138.25290 E |
সেনেগাল | 14.49740 N, 14.45240 W |
দেশের নাম | এই মূহুর্তে ঘড়িতে সময় |
বাংলাদেশ | 11:14 am |
কম্বোডিয়া | 12:14 pm |
উরুগুয়ে | 2:14 am |
ডেনমার্ক | 6:14 am |
মাদাগাস্কার | 8:14 am |
জাপান | 2:14 pm |
সেনেগাল | 5:14 am |
উত্তরঃ আন্তর্জাতিক তারিখ রেখা (International Date Line) পৃথিবীর পৃষ্ঠে অঙ্কিত একটি কাল্পনিক রেখা যা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। এই কাল্পনিক রেখাটি পৃথিবীতে একটি তারিখ শুরু ও শেষ নির্ধারণ করে। 180° মূলমধ্যরেখাটিকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে নির্বাচিত করা হয়েছিল কারন মধ্য প্রশান্ত মহাসাগরের বিচ্ছিন্ন জনবহুল অঞ্চলের উপর দিয়ে এই রেখাটি সম্প্রসারিত হয়েছে।
এসব কৌশলের সাহায্যে পাখিরা হাজার হাজার মাইল পেরিয়ে যায় প্রতিবছর, আমাদের অবাক করে দিয়ে!
উত্তরঃ ইস্ট এশিয়া-অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে বাংলাদেশ সহ মোট ৩৭ টি দেশের উপর দিয়ে গেছে। এই দেশগুলো হল:
আফগানিস্তান,অস্ট্রেলিয়া,বাংলাদেশ,ব্রুনাই,কম্বোডিয়া,চীন,ক্রিসমাস দ্বীপ,কোকোস (কিলিং) দ্বীপপুঞ্জ, ডেমোক্রেটিক পিপল’স রিপাবলিক অফ কোরিয়া,গাম্বিয়া,হংকং,ভারত,ইন্দোনেশিয়া,জাপান,কাজাখস্তান,কিরিবাতি,উত্তর কোরিয়া,লাওস,মালয়েশিয়া,মালদ্বীপ,মার্শালদ্বীপপুঞ্জ,মাইক্রোনেশিয়া, মঙ্গোলিয়া, নাউরু,নিউজিল্যান্ড,পালাউ,ফিলিপাইন,রাশিয়া,সিঙ্গাপুর,দক্ষিণ কোরিয়া,শ্রীলঙ্কা, তাইওয়ান,থাইল্যান্ড,তিমুর-লেস্তে,মার্কিন যুক্তরাষ্ট্র,ভিয়েতনাম।
উত্তরঃ পাখিরা বিভিন্ন কারণে পরিযান করে। তবে এর মূল কারণ দুটি হল:
১. খাদ্যের সহজলভ্যতা: ঋতু পরিবর্তনের সাথে সাথে খাদ্যের সরবরাহ পরিবর্তিত হয়। উত্তর গোলার্ধের অনেক পাখি বসন্তকালে উত্তরে উড়ে যায় প্রচুর পোকামাকড় এবং নতুন জন্ম নেওয়া উদ্ভিদ ও উদ্ভিদাংশ খাওয়ার জন্য। শীতকালে বরফ জমার কারণে খাদ্যের অভাব দেখা দিলে এরা দক্ষিণে রওয়ানা হয়।
২. প্রজনন: অনেক পাখি প্রজননের জন্য নিরাপদ ও উপযুক্ত আবাসস্থল খুঁজে পেতে পরিযান করে। উষ্ণ অঞ্চলে প্রচুর খাদ্য সরবরাহ থাকে বলে অনেক পাখি শীতকালে উষ্ণ অঞ্চলে গিয়ে প্রজনন করে।
বিভিন্ন | বছরের (খাড়া বা | দিনের (শুধুই | ||||||
| ২১শে মার্চ | ২১শে জুন | ২৩শে সেপ্টেম্বর | ২২শে ডিসেম্বর | ২১শে মার্চ | ২১শে জুন | ২৩শে সেপ্টেম্বর | ২২শে ডিসেম্বর |
উত্তর মেরু | তীর্যক | খাড়া | তীর্যক | আলো পড়েনা | দিন ও রাত্রির দৈর্ঘ্য | শুধুই দিন | দিন ও রাত্রির দৈর্ঘ্য | শুধুই রাত |
তুন্দ্রা অঞ্চল | তীর্যক | তীর্যক | তীর্যক | তীর্যক | দিন ও রাত্রির দৈর্ঘ্য | দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশী | দিন ও রাত্রির দৈর্ঘ্য | রাতের দৈর্ঘ্য সবচেয়ে বেশী |
মরুভূমি | তীর্যক | খাড়া বা তীর্যক | তীর্যক | তীর্যক | দিন ও রাত্রির দৈর্ঘ্য | দিনের দৈর্ঘ্য বেশি | দিন ও রাত্রির দৈর্ঘ্য | রাতের দৈর্ঘ্য বেশি |
চিরহরিৎ বন | তীর্যক | তীর্যক | তীর্যক | তীর্যক | দিন ও রাত্রির দৈর্ঘ্য | দিনের দৈর্ঘ্য বেশি | দিন ও রাত্রির দৈর্ঘ্য | রাতের দৈর্ঘ্য বেশি |
দক্ষিন মেরু | খাড়া | আলো পড়েনা | তীর্যক | খাড়া | রাতের দৈর্ঘ্য ছোট | শুধুই রাত | দিন ও রাত্রির দৈর্ঘ্য | শুধুই দিন |
চুম্বক আকর্ষন করে | চুম্বক আকর্ষন করে | ||
বস্তুর নাম | কী দিয়ে তৈরী | বস্তুর নাম | কী দিয়ে তৈরী |
পেরেক | লৌহা | চেয়ার | কাঠ |
চামচ | স্টীল | জগ | কাঁচ |
ব্যাটারী | ইস্পাত | চিরুনি | প্লাস্টিক |
খেলনা গাড়ী | লৌহা | বই | কাগজ |
মুদ্রা | নিকেল | জামা | কাপড়/তন্তু |
As an Amazon Associate I earn from qualifying purchases.
Craving a taste of the Hawaiian islands? Look no further than Zippy's Macaroni Salad Recipe,…
Is your kitchen lacking a touch of comfort and nostalgia? You've found it! This blog…
আমরা ষষ্ঠ শ্রেনীর বিজ্ঞান-অনুশীলন বইয়ের ৪র্থ অধ্যায়ে আলোচিত "রোধ, জল, বৃষ্টি"-শিখন অভিজ্ঞতার মধ্য দিয়ে বিভিন্ন…
এই পোস্টে আমরা জানবো ষষ্ঠ শ্রেনীর বিজ্ঞান বিষয়ের ৩য় শিখন অভিজ্ঞতা গতির খেলা সম্পর্কে। প্রথম, দ্বিতীয় ও…
এই পোস্টে আমরা সপ্তম শ্রেনীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ৭ম অধ্যায়,ক্ষুদে বাগানঃটেরারিয়াম সম্পর্কে জানবো। প্রথম ও…
এই পোস্টে আমরা সপ্তম শ্রেনীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ৬ষ্ঠ অধ্যায়,হরেক রকম খেলনার মেলা সম্পর্কে জানবো।প্রথম…
View Comments