এই পোস্টে আমরা অষ্টম শ্রেনীর বিজ্ঞান অনুশীলন বই এর ৩য় শিখন অভিজ্ঞতা– সবুজ বন্ধু- সম্পর্কে জানবো।
এক্ষেত্রে চারা কিভাবে জোগাড় করবে তা নিশ্চয় সপ্তম শ্রেণির ফসলের ডাক অভিজ্ঞতা’তে জানা হয়েছে।
কোষ হলো জীবদেহের গঠনগত একক। জীবদেহ ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমিডিয়াম এগুলোর মতো এককোষী হতে পারে আবার মানুষ, বটগাছ, তিমি এগুলোর মতো বহুকোষী হতে পারে। এককোষী জীব ছাড়া অন্য সকল জীবদেহ অসংখ্য কোষ দিয়ে তৈরি হয়।
প্রতিটি জীব কোষ বিভাজনের মাধ্যমে তাদের বংশবৃদ্ধি ও কোষের সংখ্যাবৃদ্ধি করে থাকে। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় একটি থেকে একাধিক কোষ তৈরি হয় তাকে কোষ বিভাজন বলে। কোষ বিভাজন একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কোষ বিভাজনের মাধ্যমে একটি কোষ বিভাজিত হয়ে অসংখ্য কোষ তৈরির মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়। আদি এককোষী জীব সাধারণত যে প্রক্রিয়ায় বিভাজিত হয় তাকে আম্যাইটোসিস বলা হয়। বহুকোষী জীব যে দুটি প্রক্রিয়ায় বিভ্যাজত হয় সেগুলো হাচ্ছে মাইটোসিস এবং মিয়োসিস।
পঞ্চম ও ষষ্ঠ সেশনঃ
দ্বিতীয় মিয়োটিক বিভাজন বা মিয়োসিস-২ (Second Meiotic Division) একইভাবে দ্বিতীয় মিয়োটিক বিভাজনকে চারটি ধাপে ভাগ করা হয়েছে, যেমন- প্রোফেজ-২, মেটাফেজ-২, অ্যানাফেজ-২ এবং টেলোফেজ-২।
সপ্তম ও অষ্ট্ম সেশনঃ
নবম ও দশম সেশনঃ
একাদশ ও দ্বাদশ সেশনঃ
দলের সদস্যদের নাম | কি গাছ রোপন করেছে? | কোন শ্রেণিভুক্ত |
আকাশ | গোলাপ | সপুষ্পক উদ্ভিদ>আবৃতবীজি উদ্ভিদ > দ্বিবীজপত্রী |
সিয়াম | পেঁপে | সপুষ্পক উদ্ভিদ>আবৃতবীজি উদ্ভিদ > একবীজপত্রী |
সাদ | মরিচ | সপুষ্পক উদ্ভিদ>আবৃতবীজি উদ্ভিদ > দ্বিবীজপত্রী |
সাদি | নিম | সপুষ্পক উদ্ভিদ>আবৃতবীজি উদ্ভিদ > দ্বিবীজপত্রী |
ইমন | তুলসী | সপুষ্পক উদ্ভিদ>আবৃতবীজি উদ্ভিদ > দ্বিবীজপত্রী |
সাইমন | গাঁদাফুল | সপুষ্পক উদ্ভিদ>আবৃতবীজি উদ্ভিদ > দ্বিবীজপত্রী |
রুবেল | মেহেদী গাছ | সপুষ্পক উদ্ভিদ>আবৃতবীজি উদ্ভিদ > দ্বিবীজপত্রী |
(উদাহরণ) | শিম গাছ | সপুষ্পক উদ্ভিদ>আবৃতবীজি উদ্ভিদ > দ্বিবীজপত্রী |
As an Amazon Associate I earn from qualifying purchases.
Craving a taste of the Hawaiian islands? Look no further than Zippy's Macaroni Salad Recipe,…
Is your kitchen lacking a touch of comfort and nostalgia? You've found it! This blog…
আমরা ষষ্ঠ শ্রেনীর বিজ্ঞান-অনুশীলন বইয়ের ৪র্থ অধ্যায়ে আলোচিত "রোধ, জল, বৃষ্টি"-শিখন অভিজ্ঞতার মধ্য দিয়ে বিভিন্ন…
এই পোস্টে আমরা জানবো ষষ্ঠ শ্রেনীর বিজ্ঞান বিষয়ের ৩য় শিখন অভিজ্ঞতা গতির খেলা সম্পর্কে। প্রথম, দ্বিতীয় ও…
এই পোস্টে আমরা সপ্তম শ্রেনীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ৭ম অধ্যায়,ক্ষুদে বাগানঃটেরারিয়াম সম্পর্কে জানবো। প্রথম ও…
এই পোস্টে আমরা সপ্তম শ্রেনীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ৬ষ্ঠ অধ্যায়,হরেক রকম খেলনার মেলা সম্পর্কে জানবো।প্রথম…