এই পোস্টে আমরা অষ্টম শ্রেনীর বিজ্ঞান অনুশীলন বই এর ৩য় শিখন অভিজ্ঞতা– সবুজ বন্ধু- সম্পর্কে জানবো।
প্রথম ও দ্বিতীয় সেশনঃ
গাছ কী সত্যিই আমাদের বন্ধু হতে পারে?
গাছ কী সত্যিই শব্দ উৎপন্ন করতে পারে?

দলীয় কাজঃ ৫/৬ জন করে দলে ভাগ হয়ে একটি করে গাছ রোপন করতে হবে। শিক্ষক নিজেও একটি গাছ রোপন করবেন।
এক্ষেত্রে চারা কিভাবে জোগাড় করবে তা নিশ্চয় সপ্তম শ্রেণির ফসলের ডাক অভিজ্ঞতা’তে জানা হয়েছে।
আজ বাড়ি ফিরে গাছ রোপন করতে গিয়ে তোমার কী অভিজ্ঞতা হলো তা নিচে লিখে রাখো।
৩য় ও ৪র্থ সেশনঃ
কোষ কী?
কোষ হলো জীবদেহের গঠনগত একক। জীবদেহ ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমিডিয়াম এগুলোর মতো এককোষী হতে পারে আবার মানুষ, বটগাছ, তিমি এগুলোর মতো বহুকোষী হতে পারে। এককোষী জীব ছাড়া অন্য সকল জীবদেহ অসংখ্য কোষ দিয়ে তৈরি হয়।
কোষ বিভাজন কী?
প্রতিটি জীব কোষ বিভাজনের মাধ্যমে তাদের বংশবৃদ্ধি ও কোষের সংখ্যাবৃদ্ধি করে থাকে। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় একটি থেকে একাধিক কোষ তৈরি হয় তাকে কোষ বিভাজন বলে। কোষ বিভাজন একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কোষ বিভাজনের মাধ্যমে একটি কোষ বিভাজিত হয়ে অসংখ্য কোষ তৈরির মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়। আদি এককোষী জীব সাধারণত যে প্রক্রিয়ায় বিভাজিত হয় তাকে আম্যাইটোসিস বলা হয়। বহুকোষী জীব যে দুটি প্রক্রিয়ায় বিভ্যাজত হয় সেগুলো হাচ্ছে মাইটোসিস এবং মিয়োসিস।
কোষের অভ্যন্তরে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোমগুলো কিভাবে বিন্যস্ত থাকে?
তোমার সবুজ বন্ধুর দেহকোষে কি অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে?
অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কিভাবে কোষ বিভাজন ঘটে?

অ্যামাইটোসিস প্রক্রিয়ার ধাপ:
মাইটোসিস কি ?মাইটোসিস প্রক্রিয়ায় কিভাবে কোষ বিভাজন ঘটে?
মাইটোসিস প্রক্রিয়া:

পঞ্চম ও ষষ্ঠ সেশনঃ
এবার তোমাদের দলে মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপের মডেল বানানোর পালা।
মাইটোসিস বিভাজন প্রক্রিয়া যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেই বিশৃঙ্খলার মধ্যে কি ঘটবে?
মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া কি ?মিয়োসিস প্রক্রিয়ায় কিভাবে কোষ বিভাজন ঘটে?
দ্বিতীয় মিয়োটিক বিভাজন বা মিয়োসিস-২ (Second Meiotic Division) একইভাবে দ্বিতীয় মিয়োটিক বিভাজনকে চারটি ধাপে ভাগ করা হয়েছে, যেমন- প্রোফেজ-২, মেটাফেজ-২, অ্যানাফেজ-২ এবং টেলোফেজ-২।
মাইটোসিস এবং মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে মূল পার্থক্য কী বলতে পারো?
সপ্তম ও অষ্ট্ম সেশনঃ
তোমার নিজের রোপন করা গাছের দেহে কি কি অঙ্গ রয়েছে?
নবম ও দশম সেশনঃ
ব্যাপন, অভিস্রবণ, এবং প্রস্বেদন প্রক্রিয়া কী?
ব্যাপন:
অভিস্রবণ:
প্রস্বেদন:
এই প্রক্রিয়াগুলোর কোনটি উদ্ভিদের খাদ্য তৈরি ও গ্রহণ, শ্বাসপ্রশ্বাসে কীভাবে সাহায্য করে বলতে পারো?
একাদশ ও দ্বাদশ সেশনঃ
অপুষ্পক উদ্ভিদ ও সপুস্পক উদ্ভিদ কী?
দলের সদস্যদের নাম |
কি গাছ রোপন করেছে? |
কোন শ্রেণিভুক্ত |
আকাশ |
গোলাপ |
সপুষ্পক উদ্ভিদ>আবৃতবীজি উদ্ভিদ > দ্বিবীজপত্রী |
সিয়াম |
পেঁপে |
সপুষ্পক উদ্ভিদ>আবৃতবীজি উদ্ভিদ > একবীজপত্রী |
সাদ |
মরিচ |
সপুষ্পক উদ্ভিদ>আবৃতবীজি উদ্ভিদ > দ্বিবীজপত্রী |
সাদি |
নিম |
সপুষ্পক উদ্ভিদ>আবৃতবীজি উদ্ভিদ > দ্বিবীজপত্রী |
ইমন |
তুলসী |
সপুষ্পক উদ্ভিদ>আবৃতবীজি উদ্ভিদ > দ্বিবীজপত্রী |
সাইমন |
গাঁদাফুল |
সপুষ্পক উদ্ভিদ>আবৃতবীজি উদ্ভিদ > দ্বিবীজপত্রী |
রুবেল |
মেহেদী গাছ |
সপুষ্পক উদ্ভিদ>আবৃতবীজি উদ্ভিদ > দ্বিবীজপত্রী |
(উদাহরণ) |
শিম গাছ |
সপুষ্পক উদ্ভিদ>আবৃতবীজি উদ্ভিদ > দ্বিবীজপত্রী |